২১ জানুয়ারী ২০১০


ওগো দয়াময় রহিম রহমান


ওগো দয়াময় রহিম রহমান
কেমনে বুঝাব তোমারী শান?
খালিক তুমি মালিক তুমি
সৃষ্টি জগত তোমারি দান।

সূর্য দিয়েছ আলো ভরা
চন্দ্র দিয়েছো সাথে তারা,
রাত দিয়েছে জোৎস্না ভরা
সৃষ্টি জগত আত্নহারা।

নদী বয় ছলছল কলকল
দীঘি ভরা সচ্ছ পানি টলমল।
সুগন্ধ ভরা হরেক ফূল
মন ভরিয়ে করে মাতাল।

শষ্য শ্যামল মাঠ দিয়েছো
সাথে আরো বৃক্ষ রাজি,
মানবের শান্তির তরে
ফুল-ফলে দিয়েছো সাজি।

অপার করুনা ওগো প্রভু
শেষ হবেনা বলে কভু,
তোমার দয়ার ফল্গুধারা
পেয়ে আমি আত্নহারা।

তোমারি অবাধ্য প্রতিক্ষন
তবু রহমত কর বর্ষন,
দয়ায় তোমার বেঁচে আছি
শোকর তাই করি ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন